বঙ্গ নিউস, ২৬ নভেম্বর, ২০২০ঃ বিশ্ব ফুটবলে যার নামের সঙ্গে গোল শব্দটি ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল তাঁর জীবনের গোলটি পূর্ণ হল না। নিজের ষাট বছরের জন্মদিনে চেয়েছিলেন সন্তান, নাতি নাতনির সঙ্গে সেলিব্রেট করবেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনার। কিন্তু সে ইচ্ছেও পূরণ হয়নি। সন্তানদের না দেখার হাহাকার নিয়েই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তী এই ফুটবলার।
আরও পড়ুন আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার, দেখে নিন আবহাওয়া আপডেট
নিজের পায়ের জাদুতে বিশ্বকে মাতিয়ে রাখতেন মারাদোনা। কিন্তু শেষ জীবন খুব একটা সুখকর হল না। মানসিক অশান্তিতে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। রিহ্যাবে চিকিৎসাও চলছিল। চিকিৎসকদের পরামর্শ মত তাঁর সবচেয়ে পছন্দের দেশ কিউবাতে হাওয়া বদলের জন্য যাওয়ার কথা ছিল। মারাদোনার প্রিয় বন্ধু ফিদেল কাস্ত্রো কিউবাতেই থাকত। ফিদেলের ছেলে টনিও আহ্বান জানিয়েছিলেন মারাদোনাকে তবে আর যাওয়া হয়ে ওঠেনি। জীবনের শেষ দিকে নিজের আইনজীবীর শ্যালকের সঙ্গে থাকতেন মারাদোনা। জীবনের শেষ দিকে নিজের আইনজীবীর শ্যালকের সঙ্গে থাকতেন মারাদোনা। যিনি মারাদোনার কাছে মাতৃসম ছিলেন।