Home বঙ্গ বনধ -এ রাজ্যকে সচল রাখতে তৎপর প্রশাসন

বনধ -এ রাজ্যকে সচল রাখতে তৎপর প্রশাসন

by banganews

বঙ্গ নিউস, ২৬ নভেম্বর, ২০২০ঃ আজ বাম-কংগ্রেস যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। বিভিন্ন জায়গায় ধর্মঘট সফলের লক্ষ্যে জমায়েত হয়েছে বামকর্মীরা। তবে সাধারণ মানুষের রুটি রুজিতে আঘাত করে কোনো বনধের পক্ষেই নয় রাজ্যের শাসকদল। আজও এই কর্মনাশা বনধ রুখতে রাজ্যকে সচল রাখতে আবেদন জানিয়েছেন রাজ্য সরকার।

আরও পড়ুন সংক্রমণ কমাতে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বাস মালিকদের উদ্দেশ্যে সরকারের বার্তা কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সুরক্ষিত যাদবপুর সহ একাধিক জায়গায় বাস চালকদের হেলমেট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কৃষি আইন-সহ নানান নীতির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

You may also like

Leave a Reply!