Home আবহাওয়া দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস 

দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস 

by banganews
বাংলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে৷ আবহাওয়ার দ্রুত পরিবর্তনে কখনও উত্তর তো কখনও দক্ষিণবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও, বর্তমানে দক্ষিণের জেলাগুলিতেও বাড়ছে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে দুই বঙ্গেই বাড়বে বৃষ্টির পরিমাণ জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণের বেশকিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত।
শুক্রবার সকাল থেকেই কলকাতা শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেইসঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে আজ কলকাতা, হাওড়া, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদার বেশকিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, আবার কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

You may also like

Leave a Reply!