Home আবহাওয়া নিম্নচাপ সরছে পশ্চিমে, কমবে বৃষ্টি

নিম্নচাপ সরছে পশ্চিমে, কমবে বৃষ্টি

by banganews

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও কমবে বৃষ্টি। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি হয়েছে। অসহ্য গরমের হাত থেকে মিলেছে সাময়িক রেহাই।

বঙ্গোপসাগরীয় নিম্নচাপ ক্রমে পশ্চিমের দিকে এগোচ্ছে। যার জেরেই এবার দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।

আরও পড়ুন :  বিমানে চড়ে ভ্রমণের সময় করোনা হলে ১.৩ কোটি টাকা চিকিৎসার খরচ পাবেন যাত্রীরা

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন :  চিত্রায়নের মাধ্যমে প্রকাশিত হলো কবিতার নতুন অ্যালবাম ‘বন্ধু তুই

নিম্নচাপের শক্তি কমে গেলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে এখনও রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস। এরাজ্য ছাড়াও মুম্বই সহ মহারাষ্ট্র এবং গুজরাটেও চলছে ভারি বৃষ্টি।

You may also like

Leave a Reply!