Home কলকাতা কোভিড সচেতন পুরস্কার দেবে রাজ্য

কোভিড সচেতন পুরস্কার দেবে রাজ্য

by banganews

কলকাতা, ১২ অক্টোবর, ২০২০ঃ বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। প্রতিবছরই সেরা প্রতিমা সেরা মন্ডপসজ্জার জন্য থাকে পুরস্কার। এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। করোনা আবহে সামাজিক বিধিনিষেধ মেনেই হবে দুর্গাপুজো। এবার করোনা সতর্কতায় উপহার কোভিড সম্মান পুরস্কার দেবে রাজ্য। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এবছরের পুজোয় একটি বিশেষ সম্মান দেওয়া হবে কলকাতার পুজো কমিটিগুলোকে।

আরও পড়ুন উৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অগ্রিম টাকা: নির্মলা সীতারমন

করোনা সতর্কতায় যারা সবচেয়ে ভাল ভূমিকা পালন করবে তাদের কোভিড সচেতনতা সম্মান দেওয়া হবে। শনিবার এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন রাজ্য সরকারের প্রকাশিত করোনা বিধি কিভাবে মানা হচ্ছে তার উপর মূল্যায়ণ করেই দেওয়া হবে এই সম্মান। ভীড় নিয়ন্ত্রণ থেকে মানুষের মধ্যে করোনা সচেতনতা দায়িত্ব কেমন ভাবে পালন করছে পুজো কমিটিগুলো তার উপরই নির্ভর করছে এই সম্মান পাওয়া। এই ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করাতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৬ ই অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। প্রবাসীদের পুজো এই ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করতে পারবে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত ইতিমধ্যেই ভীড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে চিকিৎসক সংগঠন।

You may also like

Leave a Reply!