Home দেশ উৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অগ্রিম টাকা: নির্মলা সীতারমন

উৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অগ্রিম টাকা: নির্মলা সীতারমন

by banganews

দিল্লি, ১২ অক্টোবর, ২০২০ঃ  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্পেশ্যাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স ঘোষণা করল মোদী সরকার। আজ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মূলত বাজারের চাহিদার কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। পুজোর আগে অগ্রিম টাকা পেলে তা বাজার খরচায় কাজে লাগবে ফলে বাজারের চাহিদা বাড়বে। যদিও এই টাকা ফেরতযোগ্য বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই টাকা অনুদান হিসাবে দেবে সরকার।

আরও পড়ুন সশরীরে নয়, বেলুড়ের পুজোদর্শন ওয়েবসাইটে, সিদ্ধান্ত চূড়ান্ত

পরে সহজ কিস্তিতে এই টাকা সরকারকে ফেরত দিতে হবে কর্মচারীদের। আগে এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স পেতেন নন-গেজেটেড কর্মীরা। এখন সকলেই এই সুযোগ পাবেন। একটি প্রি-লোডেড রুপে কার্ড দেওয়া হবে যার মধ্যে ১০ হাজার টাকা থাকবে। ২১ মার্চের মধ্যে এই টাকা খরচ করতে হবে। পরে ১০টি কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে। সরকারের এই পদক্ষেপ অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করবে বলেই মনে করছেন নির্মলা সীতারমন।

You may also like

Leave a Reply!