Home কলকাতা করোনা আক্রান্ত ব্যক্তিকে জুতোপেটা করা হল পাটুলিতে

করোনা আক্রান্ত ব্যক্তিকে জুতোপেটা করা হল পাটুলিতে

by banganews

পাটুলিতে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে জুতোপেটা করার অভিযোগ৷ করোনা আক্রান্ত ওই ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন৷ কিন্তু নিয়ম না মেনে আক্রান্ত ব্যক্তির পরিবারের মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ৷ আর তাই জুতোপেটা করার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে৷

করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে বাইরে বের হতে বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার সময় প্রতিবেশিদের সঙ্গে বচসা বাধে ওই পরিবারের ৷ বচসার সময় করোনা আক্রান্ত ব্যক্তিকে জুতোপেটা করা হয় বলে জানা যাচ্ছে৷ এমনকি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মারা হয়৷

আরও পড়ুন অ্যান্টিবডি দ্রুত কার্যকারিতা হারাচ্ছে, সংখ্যাধিক্যের দীর্ঘমেয়াদি সুরক্ষায় ব্যর্থতার আশঙ্কা

এরপরেই অভিযোগ জানাতে আক্রান্তের স্ত্রী পাটুলি থানায় যান৷ বিষয়টি জানাজানি হতেই থানাকেও স্যানিটাইজ করা হয়৷ এরপরে ই-মেলে অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার৷ প্রতিবেশিরাও আক্রান্ত ব্যক্তির পরিবার নিয়ম মানছেন না এই মর্মে থানায় পাল্টা অভিযোগ জানিয়েছেন৷

এর আগেও দমদমে করোনা পজিটিভ ব্যক্তি সঙ্গে পাড়ার সাধারণ মানুষের মারপিটের ঘটনায় ৬ জন আহত হয়েছিল৷ সেই সময়ও স্থানীয়রা অভিযোগ করেছিলেন, তাদের এলাকার একজন করোনা রোগী ও রোগীর পরিবার কোনও রকম নিয়মই মানছেন না৷

You may also like

Leave a Reply!