Home কলকাতা করোনা সংক্রমণ ঠেকাতে মাসের প্রথম লকডাউন, চলছে পুলিশি নজরদারি

করোনা সংক্রমণ ঠেকাতে মাসের প্রথম লকডাউন, চলছে পুলিশি নজরদারি

by banganews

কলকাতা, ৭ সেপ্টেম্বর ২০২০ : চলতি মাসের প্রথম লকডাউনে শুনশান গোটা বাংলা। চলছে কড়া নজরদারি। শুধুমাত্র চালু রয়েছে জরুরী পরিষেবা। আনলক ৪ এও দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ৭১ হাজার ৬৪২ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫৬২ জনের।

আরও পড়ুন কেবলমাত্র একটাই কনটেইনমেন্ট জোন এখন কলকাতায়

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে তাঁদের অনুমতি ছাড়া দেশের কোথাও লকডাউন ঘোষণা করা যাবে না। কিন্তু ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত তিনটি দিন লকডাউন বহাল রাখা হয়েছে।

You may also like

Leave a Reply!