Home কলকাতা করোনা মোকাবিলায় হাসপাতালে অ্যাম্বুল্যান্স ও পর্যাপ্ত বেডের ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় হাসপাতালে অ্যাম্বুল্যান্স ও পর্যাপ্ত বেডের ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

by banganews

কলকাতা, ১৯ অক্টোবর, ২০২০ঃ  রাজ্যে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টার বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩৯৮১ জন। আগে থেকেই অ্যাম্বুল্যান্স ও পর্যাপ্ত বেডের যাতে বন্দোবস্ত থাকে সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি। যাতে সকলে মাস্ক পড়েন সেইদিকে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন বেলুড়ের বিবেক-ছেলের ‘জ্যান্ত দুর্গা’ পুজো

প্রতিদিনই দৈনিক সংক্রমণ বাড়ছে ,ফলে চিন্তা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে আজ নবান্নে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ স্বরাস্ট্রসচিব , স্বাস্থ্যসচিব, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা , রাজ্য পুলিশের ডিজি , কলকাতা পুলিশের কমিশনার সহ হাওড়া কর্পোরেশনের কমিশনার সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। কোভিড পরিস্থিতি সহ পুজো পরিচালনা থেকে বিসর্জন সব নিয়েই আলোচনা হয় আজকের বৈঠকে। যদিও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি ফোনে নির্দেশ দেন কোভিড মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত বেড তৈরি রাখতে নির্দেশ দেন।

You may also like

Leave a Reply!