Home বঙ্গ করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য, আংশিক বন্ধ বিশ্ববিদ্যালয়

করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য, আংশিক বন্ধ বিশ্ববিদ্যালয়

by banganews

বঙ্গ নিউস, ১৯ অক্টোবর, ২০২০ঃ এবার করোনার থাবা বিশ্বভারতীতে। করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর স্ত্রীও করোনা পজিটিভ। এছাড়াও দুই ডাক্তার সহ বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ জন করোনা আক্রান্ত। এই কারণে আজ থেকে বন্ধ থাকছে উপাচার্যের অফিস সহ রেজিস্ট্রার অফিস।

আরও পড়ুন করোনা মোকাবিলায় হাসপাতালে অ্যাম্বুল্যান্স ও পর্যাপ্ত বেডের ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

স্যানিটাইজ করা হবে গোটা বিশ্ববিদ্যালয়। উপাচার্য ও কর্মসচিবের অফিস ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর মোট ১৫০ জন কর্মীকে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকে মোট ১১০ জন কর্মীর পরীক্ষা করা হয়েছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বিশ্বভারতী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। কিন্তু স্নাতকস্তরে ভর্তির কারণে সিদ্ধান্ত বদল করা হয়। শুধু উপাচার্যের অফিস ও রেজিস্টার অফিস বন্ধ করা হয়।

You may also like

Leave a Reply!