Home কলকাতা চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রোস্টেশন

চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রোস্টেশন

by banganews

এতদিন কলকাতাবাসী জেনেছে শিয়ালদহ স্টেশন। রেলস্টেশন। এবার জানবে শিয়ালদহ মেট্রোস্টেশন। একদম যা শুনছেন ঠিকই। কলকাতায় তৈরি হচ্ছে শিয়ালদহ মেট্রোস্টেশন।

এক জায়গা থেকে আরেক জায়গায় কলকাতাতে পৌঁঁছনোর জন্য মেট্রোর মত দ্রুত গতিতে কম সময়ে পৌঁঁছনোর মত যানবাহন আর কিছু নেই। এই সময়ে দাঁড়িয়ে মেট্রোতে যাতায়াত নিত্যযাত্রীদের জন্য খুবই সুবিধাজনক।

ইতিমধ্যেই সব রকম ট্রায়াল রান এবং পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে। প্রথম পর্যায় ইস্ট ওয়েস্ট মেট্রোর এই স্টেশনের পূর্বমুখী লাইনের প্ল্যাটফর্ম – 1A এবং 1B যাত্রীদের জন্য খোলা হবে।

আরো পড়ুন 

ই-স্কুটার থেকে ছড়িয়ে পড়ল আগুন

একবার CRS এসে তার পরীক্ষা গুলি সম্পূর্ণ করলেই তৈরি হয়ে যাবে মেট্রো! শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে আপনি অনায়াসেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা ব্যবহার করতে পারবেন।এই মেট্রোস্টেশনে ২৬ টিকিট কাউন্টার এবং ১৮ টি এস্ক্যালেটর থাকতে চলেছে।

এখন শুধু চালু হওয়ার অপেক্ষা। এই পরিষেবা চালু হলে সুবিধা পাবে সকলেই। যাতায়াত সহজ হবে।

ভিড় কম হবে। রাস্তার যানজট কমবে। দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে। ফলে শিয়ালদহ মেট্রোরেলের অপেক্ষায় এখন গোটা শহরবাসী। কালীপুজোর আগেই এই মেট্রোস্টেশনের কাজ শেষ হতে চলেছে। এমনটাই রেলের তরফ থেকে জানানো হয়েছে।

You may also like

Leave a Reply!