Home পৌরাণিক কাহিনী বন্ধ জগন্নাথের স্নানযাত্রা

বন্ধ জগন্নাথের স্নানযাত্রা

by banganews

আজ সম্পন্ন হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রচলিত রীতি মেনেই 108 ঘড়া জলে স্নান করেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্নান করে নতুন বেশ ধারণ করলেন। তবে করোনার আবহে মাসির বাড়ি না গিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই মন্দিরে সম্পন্ন হল এই রীতিটি।
দেখতে দেখতে সময় হয়ে এল রথযাত্রার। বারো মাসে তেরো পার্বণের মতো আষাঢ় মাসে সম্পন্ন হওয়া পুরির এই রথযাত্রার অনুষ্ঠানে ভীড় করেন বহুমানুষ। হুগলির মাহেশের উৎসব ও দেখার মতো। তবে মহামারীর কারণে সব বন্ধ। রথের রশিতে টান পড়বেনা। মন্দিরের ভেতরেই থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।

আরও পড়ুন কালী ও জগদ্ধাত্রী পুজোর মতই তান্ত্রিক মতে পুজো হয়ে থাকে অন্নপূর্ণার

ইতিহাসে এই প্রথম রথযাত্রা বন্ধ এরকম নয়। সমাচার দর্পণ পত্রিকা থেকে জানা যায় যে 1821 সালের 28 শে জুলাই পুরি তে দুর্ভিক্ষের কারণে রথযাত্রা বন্ধ ছিল। এছাড়া বহিঃশত্রু ও অন্যান্য নানা কারণবশত পুরিতে 32 বছর রথযাত্রা বন্ধ ছিল। সমাচার দর্পণ পত্রিকা থেকে এটাও জানা যায় যে হুগলির মাহেশেও এটা প্রথমবার নয় 1818 সালের 11 জুলাই মাহেশের রথযাত্রাও বন্ধ ছিল। প্রকৃতির কাছে মানুষ সবসময় অসহায় হওয়াতে উৎসবেও পড়েছে তার ছাপ।

You may also like

Leave a Reply!