Home পৌরাণিক কাহিনী তিনি ভোগ গ্রহণ করলে তবেই তারাপীঠে মা তারাকে ভোগ নিবেদন করা হয়

তিনি ভোগ গ্রহণ করলে তবেই তারাপীঠে মা তারাকে ভোগ নিবেদন করা হয়

by banganews

বাংলার মাটি ভক্তিরসে নিমজ্জিত৷ মন ভালো কি মন খারাপ দুদিন ছুটি পেলেই পুজো দিতে চলে যায় তারাপীঠ দক্ষিণেশ্বরে৷ তারাপীঠ এর যদিও অনেক আকর্ষণ। চাইলেই বোলপুর শান্তিনিকেতন ঘুরে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে ছুটি উপভোগ করে ফেরা যায়৷

 

তারাপীঠ সাধনভূমি৷  তারা পুত্র বামদেবের লীলা স্থল তারাপীঠ । ৫১ টি সতীপীঠ এর অন্যতম এই তারাপীঠ৷ পশ্চিমবাংলার বীরভূম জেলার অন্তর্গত এই প্রসিদ্ধ তীর্থক্ষেত্রে মা তাঁরা আজ‌ও বিরাজ করছেন সকল ভক্তের হৃদপদ্মে।

কিন্তু তারাপীঠে মা তারাকে ভোগ নিবেদন করার আগে অন্য আরেকজনকে ভোগ নিবেদন করা হয়৷ তিনি বামদেব৷ কিন্তু কেন এমন নিয়ম?
সুদূর কাশী থেকে তারাপীঠে দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত ও ক্ষুধার্ত বামদেব। অবশেষে উপস্থিত হলেন তারাপীঠ মন্দিরে।

বামদেব যখন উপস্থিত হলেন তখন মা তারাকে দুপুরের অন্নভোগ নিবেদন করা হয়েছে। ক্ষুধার্ত বামদেব মাকে নিবেদন করা সেই ভোগের দিকে একবার চেয়ে থাকলেন, তারপর  মায়ের কাছে খাওয়ার বায়না করেন। মা তারা অনুমতি দেন তুই(বামাখ‍্যাপা) আগে খা আমি পরে খাবো। এরপর বামদেব মায়ের ভোগ গ্ৰহণ করেন।

কিন্তু এই ঘটনায় বেজায় রেগে যান মন্দিরের পাণ্ডারা। তারা বামদেবকে প্রচণ্ড প্রহার করে মন্দির থেকে তাড়িয়ে দেন৷
অপমানিত বামদেব সংকল্প করলেন আর কখনো মা’য়ের ভোগ খাবেন না। কথিত আছে, এই দেখে মা নিশী রাত্রে নাটোরের রাণী ভবানী কে স্বপ্নাদেশ দিলেন৷
“তোরা আমার পাগল ছেলেকে না খেতে দিয়ে মারলি, আমি এক্ষুনি এই তারাপীঠ পরিত‍্যাগ করব।”

রাণী এর বিহিত করবেন বলে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর মন্দিরে এসে মায়ের পুজোর সমস্ত ভার বামদেবকে সমর্পণ করেন৷

তখন থেকেই তারাপীঠে মা’কে ভোগ নিবেদনের পূর্বে বামদেবকে ভোগ নিবেদন করা হয়৷  এই রীতি আজ‌ও মেনে আসছে তারাপীঠের পান্ডা বর্গ।আজ‌ও মায়ের ভোগের পূর্বে দুটি থালা মহাশ্মশানে বামদেব বাবার সমাধিস্থলে দেওয়া হয়৷

You may also like

Leave a Reply!