Home আবহাওয়া ফের নিম্নচাপ, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা

ফের নিম্নচাপ, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা

by banganews

বৃষ্টির অবস্থা ঠিক যেন বাংলা ছোটগল্পের মত, শেষ হয়েও হল না শেষ৷ আবহাওয়া দফতর বৃষ্টির বিদায়ক্ষণ নির্ধারন করলেও, বিদায় নিতে চাইছে না বর্ষা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূল বরাবর নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে বাংলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর৷

আরও পড়ুন করোনাকালে নির্দেশিকা জারি করল স্টাফ সিলেকশন কমিশন

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শুক্রবার থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ ওড়িশা উপকূল, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, ত্রিপুরার বেশ কিছু এলাকায় আগামী ৪-৫ দিন বৃষ্টি হতে পারে।

You may also like

Leave a Reply!