Home দেশ করোনাকালে নির্দেশিকা জারি করল স্টাফ সিলেকশন কমিশন

করোনাকালে নির্দেশিকা জারি করল স্টাফ সিলেকশন কমিশন

by banganews

বঙ্গ নিউস, ১ অক্টোবর, ২০২০ঃ  করোনা আবহে বন্ধ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েকটি গুরত্বপূর্ণ পরীক্ষা নিতে চাইছে স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু কোভিড পরিস্থিতিতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে এসএসসি। নয়া নির্দেশিকায় বলা হয়েছে অ্যাডমিট কার্ড ও পরিচয় পত্রের সাথে সাথে একটি নতুন ফর্ম জমা করতে হবে যেখানে লেখা থাকবে পরীক্ষার্থী কোভিড পজিটিভ নন।

আরও পড়ুন করোনার বলি শাসক দলের বিধায়ক

কোভিড পজিটিভ কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেই এই ব্যবস্থা। এই ফর্ম পরীক্ষা হলে প্রবেশের আগেই পূরণ করতে হবে। যেখানে রোল নম্বার থেকে শুরু করে পরীক্ষার তারিখ, নাম ও পরীক্ষার সেন্টার উল্লেখ করতে হবে নির্দিষ্ট ফর্মে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপা হবে, মাস্ক পরে পরীক্ষা দিতে হবে, সাথে রাখতে হবে স্যানিটাইজার। পরীক্ষা শেষে তবেই বাইরে বেরোনো যাবে। শারীরিক কারণে বাইরে গেলে পরীক্ষকের অনুমতি লাগবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়তি সিটের ব্যবস্থা করা হবে।

You may also like

Leave a Reply!