Home কলকাতা ফের করোনার বলি চিকিৎসক, চলে গেলেন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ভাস্বর ভট্টাচার্য

ফের করোনার বলি চিকিৎসক, চলে গেলেন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ভাস্বর ভট্টাচার্য

by banganews

কলকাতা, ১ অক্টোবর,২০২০ঃ  গত কয়েকদিন ধরে করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। এবার করোনায় মৃত্যু হল বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্বর ভট্টাচার্যের। দীর্ঘদিন শিয়ালদহ আর আহমেদ কলেজে অধ্যাপনা করেন তিনি পরে বর্ধমান ডেন্টাল কলেজে বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন তিনি। অবসরের আগে পর্যন্ত সেখানেই ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে চিকিৎসকমহলে।

আরও পড়ুন পথশ্রী প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী

বর্তমানের নামযাদা দন্ত চিকিৎসকরা ভাস্বর ভট্টাচার্য্যের ছাত্র ছিলেন। মাসখানেক আগে তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ ১৫ দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা এই কদিন। বিভিন্ন জায়গা থেকে প্লাজমা সংগ্রহ করে ভাস্বর ভট্টাচার্য্যের শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ মৃত্যু হয় তাঁর। ভাস্বর ভট্টাচার্য্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমস্ত চিকিৎসক সংগঠন।

You may also like

Leave a Reply!