Home কলকাতা প্রথম দফাতেই 615 টি লোকাল ট্রেন চলবে রাজ্যে

প্রথম দফাতেই 615 টি লোকাল ট্রেন চলবে রাজ্যে

by banganews

বঙ্গ নিউস, ৯ নভেম্বর, ২০২০ঃ  11 নভেম্বর বুধবার থেকে রাজ্যে স্বাভাবিক হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিকে লোকাল ট্রেন চলার কথা থাকলেও বলা হয়েছিল কমসংখ্যক ট্রেন চলবে। কিন্তু যাত্রীদের দাবী মেনে নিয়ে দফায় দফায় বৈঠকের পর রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, কম করে 615 লোকাল ট্রেন চলবে রাজ্যে।

আরও পড়ুন পুড়ে ছাই ডোমজুরের ছয়টি কারখানা

শিয়ালদহ ডিভিশন থেকে চালানো হবে 413 এবং হাওড়া ডিভিশন থেকে ট্রেন চালানো হবে 202 টি

শিয়ালদহ ডিভিশনের 413 ট্রেনের মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় চলবে 270 ট্রেন এবং 143 চলবে দক্ষিণ শাখায়।

শিয়ালদহ উত্তর শাখায় চলবে
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর 22 টি
নৈহাটির মধ্যে 24 টি
রানাঘাট লালগোলা 10 টি
হাসনাবাদ শাখায় 26 টি
বারাসাত দত্তপুকুর 8 টি
শান্তিপুর পর্যন্ত চলবে 14 টি
কল্যাণী সীমান্ত 14 টি
বারুইপাড়া রুটে 32 টি
গেদে রুটে 24 টি
রানাঘাট 13 টি
রানাঘাট বনগাঁ শাখায় 17 টি
শিয়ালদা বনগাঁ 39 টি
বনগাঁ দমদম 7 টি
এবং বিবাগী বাগ 2 টি

শিয়ালদহ দক্ষিণ শাখা

বজ বজ রুটে চলবে 27 টি
নামখানা 21 টি
ডায়মন্ড হারবার 24 টি
ক্যানিং 31 টি
সোনারপুর 19 টি
শিয়ালদা সোনারপুর বারুইপুর রূটে 21 টি

হাওড়া ডিভিশনে
হাওড়া ব্যান্ডেল রুটে চলবে 38 টি
হাওড়া গোঘাট 10 টি
হাওড়া কাটোয়া 12 টি
হাওড়া তারকেশ্বর 19 টি
হাওড়া বর্ধমান মেন লাইন 20 টি
হাওড়া বর্ধমান কর্ড লাইন 22 টি
হাওড়া বারুইপাড়া 20 টি
হাওড়া হরিপাল 2 টি
হাওড়া শ্রীরামপুর 6 টি
পান্ডুয়া 2 টি
ব্যাণ্ডেল পান্ডুয়া 1 টি
ব্যান্ডেল কাটোয়া 8 টি
ব্যাণ্ডেল নৈহাটি 18 টি।

You may also like

Leave a Reply!