Home কলকাতা আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০, সিদ্ধান্ত ট্যাক্সি ইউনিয়নের

আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০, সিদ্ধান্ত ট্যাক্সি ইউনিয়নের

by banganews

ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা। আগামী ১ আগস্ট থেকে কলকাতায় এমনই ভাড়া কার্যকর হতে চলেছে বলে জানিয়ে দিল বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। সংগঠনের দাবি, সরকার ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ইউনিয়নের নিজেকেই এই সিদ্ধান্ত নিতে হল।
“এই ভাড়া বৃদ্ধি মানা না হলে ট্যাক্সি চালানো সম্ভব নয়” বলে মন্তব্য করেছে ইউনিয়ন।
এদিকে বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের এই ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন কনভয় আক্রমণে মৃত ৮ পাকসৈন্য, গুরুতর আহত ৫

সূত্রের খবর, এই ব্যাপারটিকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না মন্ত্রী।
প্রসঙ্গত, বর্তমানে ট্যাক্সিতে উঠলে দিতে হয় তিরিশ টাকা। একলাফে আরও কুড়িটাকা বাড়িয়ে দেওয়ার কথা একতরফাভাবে জানিয়ে দিল বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। যদিও সরকারি সিলমোহর না পেলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারবে না।

You may also like

Leave a Reply!