Home কলকাতা রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার বিজেপি কর্মী

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার বিজেপি কর্মী

by banganews

বঙ্গ নিউস, ৩ অক্টোবর, ২০২০ঃ  রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় দমদমের এক বিজেপি নেতা সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রেলের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আউশগ্রাম থানা এলাকার গুসকরার বাসিন্দা সব্যসাচী মন্ডলের কাছ থেকে মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকা নেওয়া হয়। শুধু তাই নয় তাঁকে শিয়ালদহ ডিআরএম অফিসে ডেকে ইন্টারভিউও নেওয়া হয়। একটি খামে করে রেলের সিল দেওয়া নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। পরে ফেয়ারলি প্লেসের অফিস থেকে সব্যসাচী মন্ডলকে জানানো হয় নিয়োগপত্রটি জাল।

আরও পড়ুন ২১-এর শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন, বড় চ্যালেঞ্জ জনসংখ্যা

এরপরই প্রতারণার মামলা রজু করে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় পূর্ণিমা দে , গোবিন্দ দে , ভৈরব বন্দ্যোপাধ্যায়, রতন রায় ও মোতিলাল কোনারকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বিজেপি নেতা দিবাকর রায়ের নাম। পুলিশের কাছে ভৈরব জানান, তিনি দিবাকরের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছিলেন। দিবাকর রায়ের সঙ্গে রাজেশ প্রামাণিক বলে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। দিবাকর রায়ের বাড়ি উত্তর ২৪ পরগণার নিউ ব্যারাকপুরের পশ্চিম মাসুন্ডায় আর রাজেশ প্রামাণিকের বাড়ি উত্তর ২৪ পরগণার বীজপুরের নৃপেন সরকার রোডে। বৃহস্পতিবার রাতেই এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর এই চক্রটির অন্যতম পান্ডা দিবাকর রায়। ধৃত দিবাকর ও রাজেশকে ১০ দিন পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয় আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম ৫ দিনের আবেদন মঞ্জুর করেছেন।

You may also like

Leave a Reply!