Home কলকাতা বিশ্ববাজারে মন্দার জের, ঊর্ধ্বমুখী সোনার দাম

বিশ্ববাজারে মন্দার জের, ঊর্ধ্বমুখী সোনার দাম

by banganews

কলকাতা,০৩ আগস্টঃ   ক্রমশ বাড়ছে সোনার দাম। গত কয়েকদিন একটানা সোনার দাম বাড়তে থাকলেও সোমবার রেকর্ড ছুঁয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ গোল্ড ফিউচারের ঊর্ধ্বমুখী সূচক একদিনে বেড়েছে ০.৬৯ শতাংশ। ফলে ৩৭১ টাকা বেড়ে বাজার বন্ধ হওয়ার সময় ১০ গ্রাম সোনার দাম হয় ৫৪,১৯৯ টাকা। কলকাতায় ২২ক্যারেট সোনার দাম ৫২,৫০০ টাকা৷

আরও পড়ুন করোনা সংক্রমণের আশঙ্কায় ভূমি পুজোয় থাকবেন না উমা ভারতী

২৪ ক্যারেট পিওর গোল্ড এর দাম
কলকাতায় ৫৩ হাজার ৪৯০ টাকা।
চেন্নাইতে ৫৬ হাজার ৫৯০ টাকা।
মুম্বাইতে ৫৩ হাজার ৪০০ টাকা
দিল্লিতে ৫৩ হাজার ৬৫০ টাকা

বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি রুপোর দামও। এমসিএক্স সিলভার ফিউচারসে ১ কেজি রুপোর দাম ১.৬ শতাংশ অথবা ৮১৭ টাকা বেড়েছে। এদিন বাজার বন্ধের সময় প্রতি কেজি রূপোর দাম হয় ৫১,০০০ টাকা।

আরও পড়ুন কলকাতা, বাগডোগরার বিমান যাত্রীদের জন্য চালু হল নতুন নিয়ম

করোনা আতঙ্ক, চিন-ভারত সম্পর্কের অবনতির প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। সেকারণেই সোনার দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা। একই কারণে দাম বাড়ছে রূপোরও।

You may also like

Leave a Reply!