Home আবহাওয়া দক্ষিনবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা

দক্ষিনবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা

by banganews
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতার পরিমাণ বাড়লেও, আজ বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।
প্রবল বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ সরকারি তরফ থেকে বন্যা নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করা হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন দেখা যাচ্ছে না। আষাঢ় পেরিয়ে শ্রাবণের সূচনা ঘটলেও, ভারী বর্ষণের চেহারা এখনও দেখতে পায়নি কলকাতার মানুষ।
রবিবার সকাল থেকেই কলকাতায় ঝলমলে রোদ দেখা যাচ্ছে। মাঝে মাঝে মেঘও দেখা দিচ্ছে। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কখনও মেঘ, আবার কখনও বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে কলকাতায়। তবে আজ শহরের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ ঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা।
আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷   আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হতে চলেছে৷

You may also like

Leave a Reply!