Home কলকাতা কালীপুজো নিয়ে নির্দেশ আদালতের , জেনে নিন বিষদে

কালীপুজো নিয়ে নির্দেশ আদালতের , জেনে নিন বিষদে

by banganews

বঙ্গ নিউস, ৫ নভেম্বর, ২০২০ঃ  কালীপুজোতেও প্রতিটি মন্ডপে থাকবে নো-এন্ট্রি। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই রায় দেওয়া হল। কালীপুজোয় বাজি পোড়ানো যাবে না, আগেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার মন্ডপে নো-এন্ট্রির পক্ষে রায় দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ৩০০ বর্গমিটারের কম এলাকার মন্ডপের ক্ষেত্রে ৫ মিটার দূরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে। ৩০০ বর্গমিটারের বড় মন্ডপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে পুলিশ। ছোট মন্ডপে একসঙ্গে ১০ জন প্রবেশ করতে পারবে। আর বড় মন্ডপের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে পুলিশ।

আরও পড়ুন আগামী সপ্তাহ থেকে চালু লোকাল ট্রেন, রেল রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

দুর্গাপুজোয় ভালো কাজ করেছে কলকাতা পুলিশ, ভিড় নিয়ন্ত্রণে পুলিশের উপর আস্থা রয়েছে আদালতের। এমনটাই বলেছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কালীঘাট, তারাপীঠ ও দক্ষিনেশ্বরের মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোভিড বিধি মেনে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ হবে আর একসঙ্গে কতজন মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে পারবে তা সবটাই ঠিক করবে পুলিশ। উল্লেখ্য এরপরে জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজোয় মন্ডপে প্রবেশ নিয়ে একই সিদ্ধান্ত রাখতে চায় আদালত, স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

You may also like

Leave a Reply!