Home কলকাতা আগামী সপ্তাহ থেকে চালু লোকাল ট্রেন, রেল রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

আগামী সপ্তাহ থেকে চালু লোকাল ট্রেন, রেল রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

by banganews

বঙ্গ নিউস, ৫ নভেম্বর, ২০২০ঃ  দীর্ঘ আটমাস বন্ধ থাকার পর অবশেষে আগামী সপ্তাহে বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। আজ নবান্নে রাজ্যের সঙ্গে রেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনেক স্টেশনে গ্যালপিং মনে করা হলেও বৈঠকে জানানো হয়েছে সমস্ত বড় স্টেশনে দাঁড়াবে লোকাল। এর পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ থেকে কতগুলি ট্রেন চলবে তাও আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন গাইডলাইন মেনে হবে কালীপুজো, জানালেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর হাওড়া থেকে ৫০ জোড়া লোকাল ট্রেন চালানো হবে। এছাড়াও বালি ও ব্যান্ডেলের মধ্যে একটি ট্রেন চালানো হবে অর্থাৎ মোট ১০১ টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে চলবে ১১৪ জোড়া লোকাল ট্রেন অর্থাৎ মোট ২২৮ টি ট্রেন চলবে। এর পাশাপাশি সাউথ ইস্টার্ণ রেলে ৩৩ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। আগামী সোমবার আবার রাজ্য-রেল বৈঠক রয়েছে। আজ বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন লোকাল চালুর পরে কোভিড বিধি মেনেই যাতায়াত করতে হবে যাত্রীদের। বেশ কয়েকদিন ধরেই ট্রেন চালানোর দাবিতে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। সোমবার থেকে রাজ্য ও রেলের দফায় দফায় বৈঠক হয় কিভাবে ট্রেন চালু করা যায়। আজ সিদ্ধান্ত চূড়ান্ত হল।

You may also like

Leave a Reply!