Home কলকাতা কলকাতায় তৈরি হল সোনার মাস্ক

কলকাতায় তৈরি হল সোনার মাস্ক

by banganews

করোনা আবহে  মাস্ক এখন সকলের নিত্যসঙ্গী। তাই শাড়ি জামাকাপড়ের সঙ্গে মাস্কেও এসেছে নানা ডিজাইন৷ চমক বজায় রাখতে দক্ষিণ ২৪ পরগণার বজবজের (Budge Budge) এক স্বর্ণ ব্যবসায়ী চন্দন দাস তৈরি করেছেন সোনার মাস্ক যার বাজারমূল্য ৫.৭০ লক্ষ টাকা।

চন্দন দাস।  মূলত ডিজাইনার গয়নাই তৈরি করেন। তিনিই সোনার মাস্কটি তৈরি করেছেন যার ওজন  ১০৮ গ্রাম৷ সোনার মাস্কটির বর্তমান বাজারমূল্য ৫.৭০ লক্ষ টাকা। পনেরো দিনের মধ্যে সোনার মাস্কটি তৈরি করা হয়।

করোনাকালে মাস্কে অভিনবত্ব আনতে এই উদ্যোগ৷ তবে কেবল সোনার মাস্কটি  পরলে কোনও লাভ হবে না৷ প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক পরতে হবে। তার উপরে পরতে হবে সোনার মাস্কটি। কলকাতার এক ব্যবসায়ী সোনার মাস্কটি কিনেছেন বলেও জানিয়েছেন প্রস্তুতকারক৷

কোভিড বিধি জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড


মাস্কটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন, টাকাপয়সা দেখানোর জন্য সোনার মাস্ক কিনেছেন ওই ব্যবসায়ী। সোনার মাস্ক ভাইরাস রুখতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন কেউ কেউ। আবার কারও কারও দাবি, “যে জিনিসটি কয়েকদিনের জন্য ব্যবহার করা হবে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা স্রেফ অযৌক্তিক ছাড়া আর কিছুই নয়।”

কলকাতার আগে মহারাষ্ট্রের পুণেতেও গত বছর ৫৫ গ্রাম ওজনের সোনার মাস্ক তৈরি হয়,  দাম ছিল ২.৮৯ লক্ষ টাকা।

You may also like

Leave a Reply!