Home কলকাতা তপসিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ টি ঝুপড়ি

তপসিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ টি ঝুপড়ি

by banganews

শহরে ফের অগ্নিকাণ্ড৷  তপসিয়া বাসস্ট্যান্ডের (topsia Bustand)  কাছে মজদুর পাড়ার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে  কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে৷  আগুন নেভাতে  দমকলের পাঁচটি ইঞ্জিন এসেছে। শেষ পাওয়া খবর, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।অগ্নিকাণ্ডের পরে স্থানীয় বাসিন্দারা তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়।

দুপুর ১২টা নাগাদ তিলজলা থানা এলাকার মজদুর পাড়ার খাল ধারের পাশের  বস্তি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসী। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়৷
আতঙ্ক ছড়ায় এলাকায়৷  ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।

ঘিঞ্জি এলাকায় দাহ্য পদার্থ থেকে এত দ্রুত আগুন ছড়ায় যে  আগুন নেভাতে গিয়ে প্রথমে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। পনেরো থেকে ষোলোটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে।

খবর শুনতেই এলাকায় পৌঁছান রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জাভেদ খান। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রী জানান যে, এই ঝুপড়ি এলাকায় একটি অবৈধ পাউডারের গোডাউন ছিল। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য করা হবে৷

You may also like

Leave a Reply!