Home কলকাতা করোনা আক্রান্ত পরিষদীয় মন্ত্রী তাপস রায়

করোনা আক্রান্ত পরিষদীয় মন্ত্রী তাপস রায়

by banganews

কলকাতা, ২ অক্টোবর, ২০২০ঃ রাজ্যের শাসক দলে ফের করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন বরাহনগরের বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। কাল রাতে করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এলে গতকাল রাতেই চিকিৎসকদের পরামর্শ মত তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তবে তাঁর শরীরে উপসর্গ নেই। কিন্তু তাঁর বয়সের কথা চিন্তা করেই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। মন্ত্রীর সংস্পর্শে আসা সকলকেই সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন আজ খুলল আলিপুর সহ রাজ্যের সব চিড়িয়াখানা

এর আগেও রাজ্যের শাসক দলে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস, এর প্রকোপে মৃত্যুও হয়েছে শাসক দলের তিন বিধায়কের। কাল মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের। এর আগে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ ও এগরা বিধায়ক সমরেশ দাস প্রাণ হারিয়েছেন করোনায়। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও বেশ কিছু নেতা মন্ত্রী। তবে তারা প্রত্যেকেই করোনাকে হারিয়ে জয় লাভ করেছেন।

You may also like

Leave a Reply!