Home কলকাতা লোকাল ট্রেনের সংখ্যা কি বাড়বে? আজ রেল-রাজ্য বৈঠক

লোকাল ট্রেনের সংখ্যা কি বাড়বে? আজ রেল-রাজ্য বৈঠক

by banganews

কলকাতা, ১২ নভেম্বর, ২০২০ঃ দীর্ঘ আট মাস পর বুধবার ফের সর্বসাধারণের জন্য চালু হয়েছে লোকাল ট্রেন। যাত্রার শুরুর প্রথম দিনেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পুরোনো চেনা ভীড়ের ছবি। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে আদৌ কি সামাজিক দূরত্ব মেনে চলাচল করা সম্ভব? এর উত্তর খুঁজতে আজ ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য ও রেল। আজ ভবানীভবনে বৈঠক হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন লোকাল ট্রেন চালু হল না বাঁকুড়ায়, অসন্তোষ যাত্রীমহলে

পূর্ব রেলের এজিএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবে। এছাড়াও রাজ্য ও রেল পুলিশের কর্তারাও উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। বিশেষত শিয়ালদহ ডিভিশনে সকাল ও সন্ধ্যায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি তোলে যাত্রীরা। যদিও আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন অফিস টাইমে ৮৪ শতাংশ ট্রেন চলছে, যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে আরও ট্রেন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন দেখার যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে চলাচল করা যায়। সব বিষয় আলোচনার জন্য আজ বিকেল তিনটেয় ফের বৈঠকে বসছে রাজ্য ও রেল।

You may also like

Leave a Reply!