Home বঙ্গ ফের পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ফের পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

by banganews

পরীক্ষার রুটিন

সময় – সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট

২/৭/২০ বৃহস্পতিবার – এডুকেশন,নিউট্রিশন, অ্যাকাউন্টেসি, ফিজিক্স
৬/৭/২০ সোমবার – কেমিস্ট্রি, ইকনোমিক্স, সংস্কৃত, আরবি,ফ্রেঞ্চ, পারসিয়ান, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন
৮/৭/২০ বুধবার – ভূগোল, স্ট্যাটিসটিক্স,হোম ম্যানেজমেন্ট এ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, কস্টিং এবং ট্যাক্সেশন

প্রয়োজনে পরীক্ষাসূচি পরিবর্তন হতে পারে৷

লকডাউন কিছুটা শিথিল হয়েছে রাজ্যে, তবে করোনার আশঙ্কা রয়েছে। তাই পুনরায় পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ আগামী ২৯ জুন কোনও পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা শুরু হবে ২ জুলাই থেকে৷ ২, ৬ এবং ৮ জুলাই বাকি থাকা পরীক্ষাগুলি হবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরো পড়ুন – আনারসের ভেতর বাজি পুরে খাইয়ে একটি হাতিকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

পড়ুয়াদের সুরক্ষার এবং যাতায়াতের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্র যতটা সম্ভব বাড়ির কাছাকাছি করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্র-ছাত্রী শিক্ষকদের সুস্থ রাখা। স্বাস্থ্যবিধি মানতে পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হচ্ছে ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানানো হয়েছে৷
এক নজরে দেখে নেওয়া যাক
• পরীক্ষাকেন্দ্র অর্থাৎ ছাত্ররা যে ঘরে বসে পরীক্ষা দেবে সেই ঘর এবং টয়লেট আগে থেকেই স্যানিটাইজ করা হবে৷
• প্রথম পর্বের পরীক্ষার এ্যাডমিট কার্ডই দ্বিতীয় পর্বের পরীক্ষায় গ্রহণযোগ্য। নতুন করে কোনো এ্যাডমিট দেওয়া হবে না
• প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে আসতে হবে৷ সঙ্গে স্যানিটাইজার রাখতেই হবে৷ মাস্ক এবং স্যানিটাইজার ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বা পরীক্ষা দিতে পারবে না
• পরীক্ষার্থীদের মধ্যে অন্তত তিন ফুটের ব্যবধান থাকবে৷
• কোনো পরীক্ষার্থীর শরীরে জ্বর সর্দি বা করোনার কোনো লক্ষণ দেখা গেলে অভিভাবকরা আগেই জানাবেন, সেই পরীক্ষার্থীর জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে৷
• যাতায়াতের সুবিধের জন্য বাড়ি বা স্কুলের কাছের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এক্ষেত্রে প্রথম পর্বের পরীক্ষাকেন্দ্র বদল হওয়ার সম্ভাবনা রয়েছে৷

আরো পড়ুন – মুম্বাইয়ের কাছে আলীভাগে লাইফ শুরু হয়ে গেছে নিসর্গের। ল্যান্ড ফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার।

You may also like

Leave a Reply!