Home বিনোদন মালয়ালম নিজে একবর্ণও বলতে পারেন না তবু ছবি বানিয়েছেন সেই ভাষাতেই !! ছবিটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে

মালয়ালম নিজে একবর্ণও বলতে পারেন না তবু ছবি বানিয়েছেন সেই ভাষাতেই !! ছবিটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে

by banganews

ফের একজন বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হতে চলেছে বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে। পরিচালক অনীক চৌধুরীর ‘ কাট্টি নৃত্যম ‘। তবে এটি মোটেই বাংলা ছবি নয়। পুরোপুরি মালয়ালম ভাষায় এই ছবি বানিয়েছেন অনীক।  যদিও অনীক নিজে এই ভাষা এক বর্ণ বলতে পারেন না। তাহলে এই ভাষায় কেন বানালেন এই ছবি?  অনীকের জবাব, ” ছবির কোনো ভাষা হয় না। ” প্রসঙ্গত, এর আগে তিনটি নির্বাক ছবি বানিয়েছেন অনীক। তাঁর  নির্দেশনায় এই প্রথম স্ববাক ছবি। আর তাতেই বাজিমাৎ !

আরো পড়ুন – করোনা নিরাময়ের ক্ষেত্রে দারুণ আশার আলো দেখা গিয়েছে হোমিওপ্যাথি ওষুধে, দাবি চিকিৎসকদের।

কলকাতার ছেলের তৈরি এই মালয়ালম ছবি ‘কাট্টি নৃত্যম’ দেখানো হবে ২০২০-র কান চলচ্চিত্র উৎসবের মার্শ দ্যু ফিল্মে।

বাংলার প্রথম মালয়ালম ছবি কাট্টি নৃত্যম কথার আক্ষরিক অর্থ ছুরির মাধ্যমে নৃত্য পরিবেশন করা। মহাভারত-এর আধুনিকতম সংস্করণ এই ছবি। এমনকী ও হেনরি ছোটগল্প দ্য ক্যাকটাস থেকে অনুপ্রাণিত এই ছবি।

আরো পড়ুন – আনারসের ভেতর বাজি পুরে খাইয়ে একটি হাতিকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এক ব্যর্থ কথাকলি নৃত্যশিল্পী শেষ পর্যন্ত সাইকোপ্যাথ খুনি হয়ে যায়। কাট্টি নৃত্যমের চিত্রনাট্য সাজানো এইভাবেই। ইতিমধ্যেই এই থ্রিলারের স্ক্রিপ্ট সংরক্ষণ করা হয়েছে অস্কারের মার্গারেট হেরিক লাইব্রেরিতে। ক্যালির্ফোনিয়ার এই লাইব্রেরি বিশ্বের সেরা চলচ্চিত্র সম্পর্কিত লাইব্রেরির মধ্যে অন্যতম।

You may also like

Leave a Reply!