Home Onno Pujo 2020 ঘরে বসেই পুজো কাটান, বলছে আবহাওয়াও

ঘরে বসেই পুজো কাটান, বলছে আবহাওয়াও

by banganews

করোনার চোখরাঙানি উপেক্ষা করে কেনাকাটা উপলক্ষ্যেই রাস্তাঘাটে ভিড় জমতে শুরু করে দিয়েছিল। পুজোর চতুর্থী-পঞ্চমীতেও তার অন্যথা হয়নি। হাইকোর্টের রায় প্রতিমা দর্শনে কিছুটা বাধ সেধেছে। চিকিৎসকরাও সাবধানবাণী শোনাচ্ছেন, পুজোর ভিড় আরও ভয়ঙ্কর করে তুলতে পারে করোনা পরিস্থিতিকে। মানুষ ঘরে বসেই পুজো কাটান, এমনটা চাইছে প্রকৃতিও। আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় এবার চারদিনই কম বেশি বৃষ্টি হতে পারে৷ করোনা আবহে এই বৃষ্টিকেই অনেকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেছেন।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার সম্ভাব্য অভিমুখ ওড়িশা-অন্ধ্র উপকূল হলেও, বাংলায় এর আংশিক প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।

আজ বুধবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

বিগত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম রয়েছে৷ কখনও প্রখর রোদ, আবার কখনো মেঘের আড়াল থেকে মিঠে রোদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

You may also like

Leave a Reply!