Home কলকাতা অনিশ্চিত কলকাতা বইমেলা

অনিশ্চিত কলকাতা বইমেলা

by banganews

কলকাতা, ৭ নভেম্বর, ২০২০ঃ  বইপ্রেমীদের জন্য দুঃসংবাদ৷ করোনা আবহে অনিশ্চিত কলকাতা বইমেলার ভবিষ্যৎ। ২০২১ এর ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৯ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলত৷

এবছর মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন করার জন্য বইমেলার থিম নির্ধারণ হয়েছিল। অসংখ্য ছোট-বড় পাবলিকেশন হাউজ তাদের সম্ভার সাজিয়ে হাজির হত কলকাতা বইমেলায়৷ কিন্তু করোনার জন্য আদৌ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে৷

আরও পড়ুন করোনা আক্রান্ত গৌতম দেব

বুকসেলার্স, পাবলিশার্স এবং দলের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান এখনো কিছু ভাবনাচিন্তা হয়ে ওঠেনি বইমেলা নিয়ে। আগামী দিনের কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করবে বইমেলা হবে কিনা। বইমেলা দুর্গাপূজা মন্ডপের মত দর্শকশূন্য হতে পারবেনা। তবে তিনি আশাবাদী যে নিশ্চয়ই কিছু একটা উপায় বের হবে৷

সরকারের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। প্রোটোকল মেনে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখেই ভিড় জমায়েত না করে বইমেলা করা যাবে কি না সেই কথাই ভাবছেন বইপ্রেমী থেকে বিক্রেতা পাবলিশার্স সকলে৷

You may also like

Leave a Reply!