Home কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের মানবিক মুখ

তৃণমূল ছাত্র পরিষদের মানবিক মুখ

by banganews
তেহট্ট বিধানসভায় দেখা গেল  তৃণমূল ছাত্র পরিষদের মানবিক মুখ। সোমবার তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্তের উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের খাবার পৌছে দেয়।
করোনা সংক্রমণের মধ্যেও তেহট্ট বিধানসভা জুড়ে  নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বিধায়কের উদ্যোগে তারা  তেহট্ট,নাটনা,বেতাই পঞ্চায়েতের প্রায় ৩০ টি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের খাবার পৌছে দেয়। তেহট্ট বিধানসভার অন্তর্গত কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে  ৬৫০ জনের বেশি শ্রমিকের হাতে ভাত,সব্জী,ডিমের কারি সম্বলিত খাবারের প্যাকেট তুলে দেয় তারা।
     রাজ্যের অন্যান্য জেলার মতো নদীয়াতেও পরিযায়ী শ্রমিকরা ফেরার পর স্কুলগুলিতে ১৪দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তেহট্ট অঞ্চলেও ফিরছেন শ্রমিকরা। সোমবার তাদের হাতে খাবার তুলে দেওয়ার পর তেহট্ট অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রণব বাইন ও সম্পাদক মেহবুব রেজা বলেন,”মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় বিধায়কের উদ্যোগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। সামান্য আয়োজনে যদি কিছু মানুষের ভালো হয় সেখানেই আমাদের উদ্যোগের সার্থকতা।”প্রসঙ্গত,লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তেহট্ট অঞ্চল টিএমসিপি বিনামূল্যে সব্জী বাজারের আয়োজন করেছিল।

You may also like

Leave a Reply!