Home বিনোদন একদিন হোটেলে এঁটো থালা ধুয়েছেন, আজ রোজগার করেন মিনিটে ২০০০ টাকা ৷ 

একদিন হোটেলে এঁটো থালা ধুয়েছেন, আজ রোজগার করেন মিনিটে ২০০০ টাকা ৷ 

by banganews

একদিন হোটেলে এঁটো থালা ধুয়েছেন, আজ রোজগার করেন মিনিটে ২০০০ টাকা ৷ বলিউড নামের সঙ্গে জড়িয়ে স্বপ্ন৷ প্রতিদিন কত মানুষ আসেন স্বপ্নপূরণের আশায়৷ বছরের পর বছর অধরা থাকে কত স্বপ্ন৷ কিছু স্বপ্নেরা মরে যায় আর কখনো কখনো ম্যাজিক হয়৷ খেটে খাওয়া সাধারণ মানুষ হয়ে যান তারকা৷ স্পটলাইট তাকে ঘিরে৷

আরো পড়ুন – আম্ফান নিসর্গ এর পর আসতে চলেছে ঘূর্ণিঝড় গতি

বাবা মা পরিবারের কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। ছিল না কোনো গড ফাদার৷ কেবল ইচ্ছে আর পরিশ্রম মিলে স্বপ্ন সফল৷ এমন একজন অভিনেতা হলেন অক্ষয় কুমার৷ প্রতিবার যখন দর্শক তাকে দেখেন মুগ্ধ হন। রোম্যান্টিক হিরো থেকে সামাজিক সমস্যা নিয়ে বানানো ছবি সবেতেই তিনি সাবলীল৷ তবে মুম্বইয়ের সিনেদুনিয়ার এই যাত্রাপথ তার জন্য সহজ ছিল না৷

অক্ষয় কুমার একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন। ব্যাঙ্কক থেকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়ার পরেও, যখন তিনি ভারতে কোনও বিশেষ কাজ পান না, তখন তিনি ওয়েটার হিসেবে কাজ শুরু করেন, একসময় মুম্বাইয়ের একটি স্কুলে বাচ্চাদের মার্শাল আর্ট শেখানোর চাকরি করতেন৷

স্কুলে মার্শাল আর্ট পড়ানোর সময় একটি শিশুর বাবা অক্ষয়কে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর মডেলিং করা উচিত। অক্ষয় ফটোশুট দিয়ে শুরু করলেন। ধীরে ধীরে তিনি মডেলিং ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হতে শুরু করেন এবং ১৯৯১ সালে তাঁর প্রথম ছবি‘সৌগন্ধ’ মুক্তি পায়। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷

আরো পড়ুন – বিগ বি’র বিবাহবার্ষিকী, শুভেচ্ছা সঙ্গে অজানা গল্প

আজ অক্ষয় কুমার বলিউডের প্রিয় সুপারস্টার। বলিউডের ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম। তাঁর এক মিনিটের উপার্জনটি 1,869 টাকা। অবাক হচ্ছেন! কিন্তু এই সাফল্যের পিছনে আছে কঠোর নিয়মানুবর্তিতা। তিনি প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে পরে আবার সারাদিন কাজ করার পরে, সন্ধ্যা 7 টার মধ্যে খাওয়ার পরে ঘুমান। শরীর সুস্থ রাখতে অনেক বেশি ফিট থাকতে এসব নিয়ম মানেন, এমনকি খ্যাতি অর্থ প্রতিপত্তি থাকতেও তিনি সাধারণ মানুষের মতই জীবনযাপন করেন৷

You may also like

Leave a Reply!