Home বিনোদন বিগ বি’র বিবাহবার্ষিকী, শুভেচ্ছা সঙ্গে অজানা গল্প

বিগ বি’র বিবাহবার্ষিকী, শুভেচ্ছা সঙ্গে অজানা গল্প

by banganews

শুভ বিবাহবার্ষিকী অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন৷ ৪৭ বছর আগে একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন৷ মধুর সেই স্মৃতি ফিরে দেখার সূত্রে এক গল্প শেয়ার করেছেন বিগ বি ইন্সটাগ্রামে৷ ১৯৭১ এ গুড্ডির সেটে প্রথম দেখা হওয়ার দু’বছর পর ১৯৭৩ এ জঞ্জির মুক্তি পায়৷ জঞ্জির এর সাফল্যের জন্য লণ্ডন যাওয়ার অনুমতি নিতে বাবার কাছে যান বিগ বি৷ বাবা জানতে চান কার সঙ্গে যাবেন মিস্টার বচ্চন৷ জয়া যাবেন শুনে বিগ বি’কে তার বাবা সাফ জানিয়ে দেন বিয়ে না করে একসঙ্গে জয়া এবং অমিতাভ কোথাও যেতে পারবেন না।

আরও পড়ুন ২৫তম বিবাহ বার্ষিকীতে পরিবারের জন্য নিজহাতে রান্না করলেন শচীন

স্মৃতি সততই সুখের৷ আর সেই সুখের মুহূর্ত ফিরে দেখার সময় বিগ বি জানিয়েছেন বাবার আদেশকে তিনি মান্য করেছিলেন আজকের দিনে অর্থাত জয়া বচ্চনের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন লন্ডনে জঞ্জির এর সাফল্য উদযাপনের প্রাক্কালে

অজানা গল্প সেইসঙ্গে একগুচ্ছ সুন্দর ছবি দেখে সকলেই উচ্ছ্বসিত। বিপাশা বসু লিখেছেন প্রিয় যুগল, অনেক ভালোবাসা৷ বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন৷

আরও পড়ুন শুরু হলো জেমস ক্যামেরুনের অবতার ২ – এর শুটিং

বিয়ের পরেই অভিমান ছবিতে এই জুটি একসঙ্গে অভিনয় করেন৷ তারপর থেকে চুপকে চুপকে, মিলি, শোলে, সিলসিলা, একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে বচ্চন দম্পতি। কিছুটা সময় বিরতি নিয়ে পুনরায় অমিতাভ জয়া জুটি ফিরে আসেন কাভি খুশি কাভি গম,এবং বলা বাহুল্য সময় যত বেড়েছে ততই জনপ্রিয়তা, দর্শকের ভালবাসাও বৃদ্ধি পেয়েছে

You may also like

Leave a Reply!