Home দেশ ইন্ডিয়া নয়, দেশের নাম হোক ভারত – শীর্ষ আদালতে আবেদন

ইন্ডিয়া নয়, দেশের নাম হোক ভারত – শীর্ষ আদালতে আবেদন

by banganews

সাধারণত যে কোন দেশের একটিই নাম থাকে৷ এক্ষেত্রে আমাদের দেশ ব্যতিক্রম। ভারত, ভারতবর্ষ, ইন্ডিয়া এইসব নামেই পরিচয় আমাদের দেশের৷ একাধিক নামের পরিবর্তে একটি নামকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক এবং বাদবাকি নাম বাতিল করা হোক এই মর্মে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দিল্লির এক ব্যবসায়ী । তার দাবি ইন্ডিয়া নাম মুছে সর্বত্র ভারত করে হোক। সেই আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত মধ্যস্থতা করতে নারাজ। তবে, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্যোগ নিতে পারেন বলে শুনানিতে জানাল শীর্ষ আদালত।

আরও পড়ুন“আই ডোন্ট মাইন্ড ইফ ইট ইজ ওয়ার” – ১৯৭১ সালের ২৫ শে এপ্রিল তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক গোপন মিটিং এ স্থলসেনার প্রধান কে যখন জানিয়েছিলেন যে যুদ্ধ হলে হোক তিনি পরোয়া করেন না,

দিল্লির ব্যবসায়ীর মতে , ইন্ডিয়া নামের মধ্যে দাসপ্রথা প্রচারিত হয়। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি (CJI) এস এ বোবদে জানিয়েছেন সংবিধানে ইন্ডিয়াকে, ভারত বলা আছে। যদিও আবেদনকারীর যুক্তি; ভারতের প্রাচীন ইতিহাস থেকে ইন্ডিয়া নাম নেওয়া হয়নি। গ্রিক শব্দ ইন্ডিকা থেকে নেওয়া ইন্ডিয়া৷ ভারত নাম সংযুক্ত হলে নাগরিকদের ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে বেরোতে সুবিধা হবে। বহু প্রাচীন যুগ থেকে “ভারত মাতা কি জয়” বলা হয়৷
প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথমবার এমন আবেদন করা হয়েছে এমনটা নয়, এর আগেও দেশের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছিল।

You may also like

Leave a Reply!