Home কলকাতা নতুন বছরের শুরুতে ডিএ দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন বছরের শুরুতে ডিএ দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

by banganews

কলকাতা, ৩ ডিসেম্বর, ২০২০ঃ  জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। আজ নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভাব অভিযোগ শোনেন তিনি। এরপরেই মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “কোভিড পরিস্থিতি চলছে , রাজ্য সরকারের হাতে টাকা কম, তবুও আপনার প্রতিবছরের মত জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ পাবেন, যেখান থেকেই হোক টাকা জোগার করব”।

আরও পড়ুন দিনক্ষণ চূড়ান্ত না হলেও পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল CBSE, জেনে নিন বিশদে

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাতপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজ সকালেই টুইট করে কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়েছেন। আজকের বৈঠকে সেই কথাও তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের কথা বলতে দেওয়া হয় না। শ্রমিকদের চুপ করিয়ে রাখা হচ্ছে। সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা অনেক ভালো আছেন।

You may also like

Leave a Reply!