Home আবহাওয়া রেকর্ড ঠাণ্ডা পড়তে চলেছে ৫৮ বছর পর

রেকর্ড ঠাণ্ডা পড়তে চলেছে ৫৮ বছর পর

by banganews

বঙ্গ নিউস, ৮ নভেম্বর, ২০২০ঃ  চলতি বছরে এমন ঠাণ্ডা অনুভুত হতে চলেছে, যা বিগত ৫৮ বছরেও মানুষ অনুভব করেনি। হাড়কাঁপানো ঠাণ্ডার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তার প্রভাব নভেম্বরের প্রথম থেকেই পড়তে শুরু করে দিয়েছে।
নভেম্বরের প্রথম থেকেই তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নীচে।

আরও পড়ুন হারলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন

রোদের তীব্রতা আগের মতন না থাকলেও, বেশ একটা মনোরম আবহাওয়া বিরাজ করছে। সকাল সন্ধ্যের নিত্যযাত্রীদের গায়ে উঠছে হালকা গরম পোশাক। পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলাপাইগুড়ি, শিলিগুড়ি এইসকল জেলায় জাঁকিয়ে শীত পড়তে চলেছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । তবে সকালের তাপমাত্রা একটু বেশি থাকলেও, রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে।

You may also like

Leave a Reply!