Home কলকাতা রেফারের কারণে আবারও রোগীর মৃত্যু কলকাতায়

রেফারের কারণে আবারও রোগীর মৃত্যু কলকাতায়

by banganews

হাজারো সমালোচনা, বিতর্ক, নির্দেশ সত্ত্বেও রেফার করে দেওয়ার ছবিটা থেকে গেছে একই। আর তার জেরেই আজ প্রাণ গেল ২৬ বছরের এক যুবকের। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, কলকাতার তিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও ভর্তি নেওয়া হয়নি।

আরও পড়ুন করোনা আক্রান্ত ৪ কর্মী, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বউবাজার শাখা বন্ধ

দক্ষিণ বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দিন চোদ্দ আগে ভর্তি করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা অশোক রুইদাসকে। টাইফয়েডে ভুগছিলেন তিনি। সঙ্গে হালকা শ্বাসকষ্টও ছিল। তবে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এরইমধ্যে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, সেখানে অশোককে ভরতি নেওয়া হয়নি এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু সেখানেও ভর্তি হতে না পেরে পরে কোনওক্রমে অ্যাম্বুলেন্সে জোগাড় করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু হয় অশোক রুইদাসের।
বিষয়টি নিয়ে তিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Leave a Reply!