Home কলকাতা সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স আবশ্যিক নয়, জানিয়ে দিল SBI

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স আবশ্যিক নয়, জানিয়ে দিল SBI

by banganews

কলকাতা, ১৯ অগাস্ট, ২০২০ঃ  গ্রাহকদের জন্য সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেভিংস অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালান্স রাখতে হবে না ।সব রকমের সেভিংস অ্যাকাউন্টেই এই সুবিধা মিলবে। এমনকি ব্যাঙ্ক থেকে পাঠানো অ্যাকাউন্ট সংক্রান্ত এসএমএস-এর জন্য আর টাকা কাটা হবে না৷

আরও পড়ুন সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

মঙ্গলব‌ার ব্যাঙ্কের পক্ষে টুইট করে বলা হয়েছে, “এসবিআই-তে সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে আর এসএমএস পরিষেবার জন্য কোনও চার্জ দিতে হবে না এবং ন্যূনতম মাসিক গড় ব্যালান্স না রাখতে পারার জন্যও জরিমানা দিতে হবে না।”

আরও পড়ুন রাজীব খেলরত্নের জন্য রোহিতের নাম প্রস্তাব

যাদের অ্যাকাউন্টে সব সময়ে এক লাখ টাকার বেশি ব্যালান্স থাকে তারা বিনা খরচে মাসে যতবার খুশি এটিএম লেনদেনের সুবিধা পাবেন ৷

আগে মেট্রো ও শহরাঞ্চলে অন্ততপক্ষে ৩ হাজার টাকা, উপশহরাঞ্চলে ২ হাজার টাকা এবং গ্রামীণ এলাকার অ্যাকাউন্টে ১ হাজার টাকা রাখতে হত। এই টাকা না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা, মফস্বলে সাড়ে ৭ থেকে ১২ টাকা এবং গ্রামাঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না। অ্যাভারেজ মান্থলি ব্যালান্স রাখার চাপ না থাকায় উপকৃত হবেন বহু মানুষ৷

You may also like

Leave a Reply!