Home বঙ্গ করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ডা. নির্মল মাজি

করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ডা. নির্মল মাজি

by banganews

কলকাতা, ১৯ অগাস্ট, ২০২০ঃ করোনা মোকাবিলায় বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল হয়েছে আগেই। রাস্ট্রসংঘের সম্মান পেয়েছে রাজ্য। ফের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূয়সী প্রশংসা পেল বাংলা। করোনা মোকাবিলায় পারদর্শিতার জন্য রাস্ট্রসংঘের শান্তি পরিষদ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে রাজ্য সরকার। “সিম্বল অফ গ্রাটিটিউড” শংসাপত্রে রাজ্য সরকারের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানবদরদী ভাবমূর্তির ভূয়সী প্রশংসা করা হয়েছে। মঙ্গলবার জাপানের ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ই-মেল করে জানানো হয়েছে, রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মাজিকে রাস্ট্রসংঘের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে “আমাদের প্রতিনিধি দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের বিষয়ে আমরা অবগত হয়েছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মানবদরদী কৃতকর্মের কথা আমরা জানতে পেরেছি, মানবজাতি আপনাদের কাছে নিরাপদে রয়েছে, কৃতজ্ঞতা ও প্রশংসা স্বরূপ আপনাদের শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত”।

আরও পড়ুন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিতে রদবদল

পাশাপাশি জাপানের ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের তরফে রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য করোনা যোদ্ধা হিসাবে আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মাজি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন “দিদির সততা ও দায়বদ্ধতার কাজে আমি একজন সৈনিক মাত্র , দিদির কাছ থেকে শেখা কীভাবে সারাদিন কাজ করে যেতে হয়”। তিনি আরও বলেন “করোনা মোকাবিলায় ১৮ ঘন্টা হাসপাতালেই ছিলাম, মেডিক্যাল থেকে বেলেঘাটা আইডি বা চিত্তরঞ্জন, সরকারি ক্ষেত্রে কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেদিকে খেয়াল রেখেছি। আমি আমার এই সম্মান আমার পথপদর্শক মমতা বন্দোপাধ্যায়কে উৎসর্গ করলাম”।

You may also like

Leave a Reply!