Home কলকাতা সিইএসসি‘কে নোটিস পাঠাবে ক্রেতা সুরক্ষা দপ্তর

সিইএসসি‘কে নোটিস পাঠাবে ক্রেতা সুরক্ষা দপ্তর

by banganews

মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে রাজ্য সরকার বনাম সিইএসসি সংঘাত এবার চরমে। গ্রাহকদের সমস্যা হবে এমন কাজ কিছুতেই বেসরকারি ওই বিদ্যুৎ সংস্থাকে করতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, এবার সিইএসসি-কে নোটিস পাঠাতে তৈরি হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর।

আরও পড়ুন সিইএসসি-কে অ্যাডভাইসরি পাঠাল নবান্ন

ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, “লকডাউনের ফলে ঠিকমতো মিটার রিডিং নেওয়া হয়নি। তা সত্ত্বেও অতিরিক্ত বিলের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতি মাসে যা বিল আসে, তার চেয়ে অনেক গুণ বেশি বিল আসছে। একে লকডাউনে বেশিরভাগ মানুষের আয় কমেছে। তার উপর আবার মাত্রাতিরিক্ত বিলের বোঝায় নাজেহাল গ্রাহকরা।”
সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ সোমবার বেসরকারি ওই বিদ্যুৎ সংস্থাকে অস্বাভাবিক বিলের প্রকৃত কারণ দর্শানোর নোটিস পাঠাবে ক্রেতা সুরক্ষা দপ্তর। এছাড়া ওইদিন সিইএসসি’র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখাবে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকা।

You may also like

Leave a Reply!