Home কলকাতা তপসিয়ায় ক্ষতিগ্রস্তদের পাকা বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

তপসিয়ায় ক্ষতিগ্রস্তদের পাকা বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

by banganews

তপসিয়া, ১২ নভেম্বর, ২০২০ঃ  মঙ্গলবার রাতে তপসিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে যায় গোটা বস্তি। ৮০ টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার তপসিয়ায় গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই সেচ দপ্তরের জমিতে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আজ জানিয়েছেন পুরমন্ত্রী ও পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম।

আরও পড়ুন নতুন করে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ আগামী দু’মাসে : মুখ্যমন্ত্রী

ফিরহাদ হাকিমের কথায়,  শহরের বস্তিবাসীদের জন্য বাংলায় বাড়ি তৈরি করে দিতে বিশেষ প্রকল্প অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। একটি রাসায়ানিক কারখানা থেকে আগুন লাগে তপসিয়ার ২৪ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন বস্তিতে। ভস্মীভূত হয়ে যায় ৮০ টি ঝুপড়ি। ফরেন্সিক টিম আসার কথা থাকলেও আসেনি, এদিকে আবর্জনা স্তুপ পরিস্কার করে ফেলেছে পুরসভা। এখন প্রশ্ন উঠেছে,  বর্জ্য পদার্থ সরিয়ে ফেলা হলে কিভাবে ফরেন্সিক টিম পরীক্ষা করবে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনোরকম অভিযোগ দায়ের হয়নি।

You may also like

Leave a Reply!