Home কলকাতা নদিয়ার কল্যাণীতে শুরু হচ্ছে সোয়াব টেস্ট

নদিয়ার কল্যাণীতে শুরু হচ্ছে সোয়াব টেস্ট

by Webdesk

নদিয়ার কল্যাণীতে শুরু হচ্ছে সোয়াব টেস্ট।আই.সি.এম.আর এর ছাড়পত্র এসে যাওয়ায় মঙ্গলবার থেকে কল্যাণীর জে এন এম হাসপাতালে শুরু হচ্ছে লালারস পরীক্ষা। এর ফলে নদিয়ার করোনা আক্রান্তদের চিকিৎসায় গতি আসবে।
কল্যাণী জেএনএম হাসপাতালের থিয়েটার বিল্ডিং এর নীচে পড়ে থাকা ফাঁকা জায়গায় সোয়াব পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুরুতে এখানে প্রতিদিন ২০০ টেস্ট হবে বলে জানা যাচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধীরে ধীরে টেস্টের সংখ্যা বাড়ানো হবে।

আরো পড়ুন:- করোনাভাইরাস এর মত মহামারী আগামী দিনে আরো হবে বলে বিজ্ঞানীদের মত।

সোমবার পর্যন্ত নদিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩০। আক্রান্ত দের অনেকেই পরিযায়ী শ্রমিক। কল্যাণীতেই রয়েছে করোনা চিকিৎসার জন্য কার্নিভাল হাসপাতাল। করোনা রোগ নির্ণয়ে লালা রস পরীক্ষার জন্য জেএনএম হাসপাতালে পরীক্ষা কেন্দ্র চালু করার অনুমোদন মিলেছে সোমবার। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে সোয়াব টেস্ট।

আরো পড়ুন:- করোনা থেকে রেহাই পেলেন না সালমন খান! পিছিয়ে গেল তাঁর অভিনীত রাধে সিনেমার মুক্তি

You may also like

Leave a Reply!