Home দেশ করোনাভাইরাস এর মত মহামারী আগামী দিনে আরো হবে বলে বিজ্ঞানীদের মত।

করোনাভাইরাস এর মত মহামারী আগামী দিনে আরো হবে বলে বিজ্ঞানীদের মত।

by banganews

করোনাভাইরাস এর মত মহামারী আগামী দিনে আরো হবে বলে বিজ্ঞানীদের মত। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ বেলিস জানাচ্ছেন,”বিগত কুড়ি বছরে আমরা ছটি বড় বড় ভাইরাসের সম্মুখীন হয়েছি-সার্স, মার্স, ইবোলা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু”। এবার এলো করোনা। তিনি জানাচ্ছেন, “এটাই যে আমাদের শেষ মহামারী তা মোটেই নয়”। বিজ্ঞানীরা আরও বলছেন, মানুষের সভ্যতা গড়ে তুলেছে তাতে বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে রোগ সংক্রমণ এবং তারপর তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া এজন্য মানুষই এক ‘নিখুঁত ব্যবস্থা’ করে রেখেছে।

আরও পড়ুন করোনা অ্যান্টিবডি টেস্ট চালু করার তোড়জোড় কেরলে-শুরু গোষ্ঠী সংক্রমণ

তাদের মতে প্রাকৃতিক জগতে মানুষের অনুপ্রবেশ এই ‘নিখুঁত ব্যবস্থা’কে আরো দ্রুততর করেছে। কোথায় এবং কিভাবে নতুন রোগের বিস্তার ঘটে তা নিয়ে গবেষণা করেন এমন কিছু বিজ্ঞানীরাও এ ব্যাপারে সহমত। তারা এই সমস্ত রোগের প্যাটার্ন রিকগনিশন চিহ্নিত করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই পদ্ধতির ফলে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে যে কোন বন্য প্রাণী মানুষের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অধ্যাপক বেলিস আরো বলেন, আমাদের বন্যপ্রাণী থেকে মানবদেহে আশা রোগ গুলোর দিকে আরো গভীরভাবে নজর দিতে হবে। বেলিসের গবেষনাকৃত ফল অণুজীবগুলো অর্থাৎ ব্যাকটেরিয়া, প্যারাসাইট বা পরজীবী এবং ভাইরাসগুলো যেসব প্রজাতির প্রাণীকে সংক্রমিত করতে পারে তার মধ্যে লুকিয়ে থাকা সূত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। এই সূত্র গুলো দিয়ে এটাও বোঝা যাবে যে কোন কোন অনুজীব মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। যদি রোগ সৃষ্টিকারী অনুজীব গুলো কে চিহ্নিত করা যায় তাহলে বিজ্ঞানীরা কোনও রোগের প্রাদুর্ভাব হবার আগেই তা ঠেকানোর উপায় উদ্ভাবনের জন্য গবেষণা চালাতে পারবে।

You may also like

Leave a Reply!