Home পাঁচমিশালি ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ – পৌরাণিক তথ্য কী বলছে আসুন জেনে নিই

২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ – পৌরাণিক তথ্য কী বলছে আসুন জেনে নিই

by Webdesk

২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ – পৌরাণিক তথ্য কী বলছে আসুন জেনে নিই

২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ ২১ শে জুন দেখা যাবে। এটি ভারত থেকে দৃশ্যমান হবে। সকাল ৯: ১৫ থেকে গ্রহণ শুরু হবে এবং পূর্ণগ্রহণটি সকাল ১০:১৭ মিনিটে শুরু হবে। বেলা ১২:১০ মিনিটে হবে সর্বাধিক গ্রহণ, সেই মুহূর্তে হবে বলয় গ্রাস।

আরো পড়ুন:-কৃষ্ণ-গুরু সন্দীপনি

২০২০ সালের সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়।

আরো পড়ুন:-দার্জিলিং এবার পর্যটকের অপেক্ষায়, খুলে যাচ্ছে সমস্ত হোটেল  

কিন্তু পৌরাণিক কাহিনী সে কথা বলে না৷ পৌরাণিক কাহিনী ঘিরে রয়েছে সেই দেশে সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য । আর তারই নিদর্শন পাওয়া গেল এই তথ্য আলোচনায়।
দেখে নেওয়া যাক, সেই সব কাহিনিকে। কোরিয়ানরা মনে করেন যে সূর্যকে চুরি করে নিয়েছে কোনও রাক্ষুসে কুকুর। কোরিয়ান লোক সঙ্গীতে এই নিয়ে বহু সুরও বাঁধা হয়েছে।

আরো পড়ুন:-দুদিন অন্তর পরিষ্কার করুন এসি হতেই পারে করোনার আঁতুড়ঘর

পশ্চিম আফ্রিকার বেনিন ও টোগে উপজাতির মানুষরা বিশ্বাস করেন যে ‘গ্রহণ’ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ। তাঁদের আরও ধারণা যে একমাত্র পৃথিবীই এই যুদ্ধ মেটাতে সক্ষম।
প্রাচীন গ্রিসের পৌরনিক কাহিনিতে মনে করা হত সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনও না কোনও দেবদেবী রুষ্ট হয়েছেন।

আরো পড়ুন:-ছয় জন মিলে পুড়িয়ে মারল এক যুবতী যৌন কর্মীকে

You may also like

Leave a Reply!