Home দেশ দুদিন অন্তর পরিষ্কার করুন এসি হতেই পারে করোনার আঁতুড়ঘর

দুদিন অন্তর পরিষ্কার করুন এসি হতেই পারে করোনার আঁতুড়ঘর

by Webdesk

দুদিন অন্তর পরিষ্কার করুন এসি
হতেই পারে করোনার আঁতুড়ঘর

গবেষণা বলছে, ঠান্ডামেশিন বেয়ে উড়ে বেড়ায় করোনা। তাহলে আপনার ঠিক কী করা উচিত?

করোনা থেকে বাঁচতে ঘরে। তাতেও কি রেহাই আছে? গরমের থাবা থেকে স্বস্তি পেতে যা-ও বা অনেকের ভরসা ছিল এয়ারকন্ডিশনের ঠান্ডা হাওয়া, কিন্তু এটাও সইল না কপালে। করোনার চক্রান্তে এবার ভিলেনের খাতায় নাম লেখালো ঘর ঠান্ডা রাখার এসি মেশিন।

আরো পড়ুন:- করোনা চিকিৎসায় চিনা ভেষজ ওষুধ অত্যন্ত কার্যকরী বলে চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে।
সম্প্রতি আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ‘ এর জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায় যে, এয়ার কন্ডিশন মেশিন এর মাধ্যমেও ছড়াতে পারে এই মারণ ভাইরাস।
গবেষণা অনুযায়ী, তিন করোনা আক্রান্ত রোগীকে একটি এয়ারকন্ডিশন ঘরে রাখা হয়েছিল। সেই ঘরের এয়ার ডাক্টের মধ্যে পাওয়া গেছে করোনা জীবাণু।
সম্প্রতি সিঙ্গাপুরের এক সংস্থা সূত্রেও জানা গেছে, হাঁচি বা কাশি ছাড়াও এসি’র মাধ্যমে ছড়াতে পারে করোনা।
ভয়ের কথা তো বটেই। কিন্তু ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে সাবধানতা নিয়েও তো ভাবতে হবে।

আরো পড়ুন:- করোনা আম্ফানে রক্ষা নেই, তার উপর হাজির নতুন ঝামেলা।
কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
১) বাড়ির এসি চালানো বন্ধ করে দিন, পরিবর্তে ফ্যান ব্যবহার করুন।
২) হসপিটাল বা ক্লিনিকে গেলে এসি-র থেকে দূরত্ব বজায় রাখুন।
৩) এসি স্টোরগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সময় মাস্ক ব্যবহার করুন।
৪) দিনের কোনও একটা সময়ে সমস্ত দরজা, জানালা খুলে দিয়ে ঘরের ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে দিন।
৫) দীর্ঘদিন যদি এসি বন্ধ থাকে, তবে এসি চালানোর আগে তা পরিষ্কার করে নিন।
৬) প্রতিদিন ঘরের এসি পরিষ্কার করে জীবাণুমুক্ত করুন। প্রতিদিন না পারলে দু’দিন অন্তর করুন।
৭) পরিষ্কার করার সময় মাস্ক ব্যবহার করুন এবং চশমা ব্যবহার করুন পাশাপাশি হাতে গ্লাপস পরুন।
৮) এসি পরিষ্কার করার পর সাবান দিয়ে হাত, পা, মুখ ভালো করে ধুয়ে নেবেন। হাত না ধুয়ে মুখে-চোখে এবং নাকে স্পর্শ করবেন না।

আরো পড়ুন:-অবশেষে এলো করোনা প্রতিষেধক – রাশিয়ার বিজ্ঞানীদের তরফ থেকে …

গবেষণা বলছে, ঠান্ডামেশিন বেয়ে উড়ে বেড়ায় করোনা। তাহলে আপনার ঠিক কী করা উচিত? লিখলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়

You may also like

Leave a Reply!