Home দেশ করোনা আম্ফানে রক্ষা নেই, তার উপর হাজির নতুন ঝামেলা।

করোনা আম্ফানে রক্ষা নেই, তার উপর হাজির নতুন ঝামেলা।

by banganews

আমরা যারা বাঙালি তারা পড়াশোনার প্রথম ভাগে পরিচিত হয় সহজ পাঠ বলে একটি বই এর সাথে। সেখানে প্রথম পরিচয় হয় নন্দলাল থেকে পঙ্গপাল সবার সাথে।
ছোটবেলায় এই পঙ্গপাল প্রাণীটির সাথে পরিচয় ওই টুকুই। কিন্তু এটি যে কতোটা ভয়ানক হতে পারে তা বোধহয় একমাত্র কৃষিরা বুঝতে পারে।
এই বছর সবার কাছেই আতঙ্কের বছর। কোনো না কোনো দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই।
ঝড়ের দাপটে এমনিতেই কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি শুয়ে পড়েছে ঝড়ে।
এর মধ্যেই এ বছর পঙ্গপাল নামক প্রাণীটিও এসেছে মানুষের ক্ষতির পরিমাণ বাড়াতে। এ বছরের শুরুতে পাকিস্তানের প্রচুর কৃষিজমির ক্ষতি হয় পঙ্গপালের অত্যাচারে এমনকি সেই দেশে জারী করা হয় জরুরী অবস্থা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এবার সীমানা পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়েছে পাল পাল পঙ্গপাল।
মধ্যপ্রদেশ পর্যন্ত চলে এসেছে এই পঙ্গপাল। রাজস্থানের ১৬ টি জেলা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই হামলার জেরে ভারতের খাদ্য নিরাপত্তা সঙ্কটে পড়তে পারে। একটি বড় পঙ্গপাল দিনে ১২০ মাইলের খাবার খেয়ে ফেলতে পারে। রাষ্ট্র সঙ্ঘের মতে এক বর্গ কিলোমিটার অঞ্চল যদি তাদের দখলে যায় তা হলে তারা ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে নিতে পারে।
এই নিয়ে এখন চিন্তিত গোটা দেশ।

You may also like

Leave a Reply!