Home দেশ কন্যার জন্মদিনে পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করঅলেন স্বরূপ বিশ্বাস

কন্যার জন্মদিনে পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করঅলেন স্বরূপ বিশ্বাস

by Webdesk

বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য’ গানটা হয়তো শুনেছিলেন নদীয়া জেলার বেতাই এর বাসিন্দা স্বরূপ বিশ্বাস। তাই তাঁর কন্যা শ্রেয়শীর জন্মদিন উপলক্ষ্যে পরীযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছেন।

আরো পড়ুন:- পরিযায়ী শ্রমিকদের পাশে দেব- কড়া সমালোচনা করলেন অন্যন্য সেলিব্রিটিদের
লকডাউনের পর থেকে বিভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।প্রশাসনের উদ্যোগে তাঁদের ১৪দিন রাখা হচ্ছে গ্রামের স্কুলে। বেতাই এর বাসিন্দা স্বরূপ বিশ্বাস কর্মসূত্রে সরকারি আধিকারিক। শনিবার ছিল তাঁর মেয়ের জন্মদিন। সামাজিক অনুষ্ঠান না করে তিনি বেতাই-২ গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রায় ১৫০ জন শ্রমিকের হাতে রান্না করা খাবার পৌঁছেদেন। উপস্থিত থেকে সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করেন নদীয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ দিলীপ পোদ্দার। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার,প্রশাসন করোনা মোকাবিলায় কাজ করে চলেছে। আমরা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকদের ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। স্বরূপের মতো অনেকেই এগিয়ে আসছেন মানবিকতার দৃষ্টি নিয়ে.

আরো পড়ুন:-একদিন হোটেলে এঁটো থালা ধুয়েছেন, আজ রোজগার করেন মিনিটে ২০০০ টাকা ৷ 

You may also like

Leave a Reply!