Home দেশ কেজরিওয়ালের করোনা?কতটা সত্যি এই খবর?

কেজরিওয়ালের করোনা?কতটা সত্যি এই খবর?

by banganews

নিজের বাসভবনে আজ সেল্ফ আইসোলেশন এ গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর আচমকাই তার সর্দি- কাশি এবং সেই সঙ্গে মৃদু জ্বর দেখা দেয়। পার্টি সূত্রে জানা গেছে আগামীকাল তার ‘কোভিড-১৯’ পরীক্ষা হবে। প্রসঙ্গত, আগামীকাল তার বেশ কতকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।

আরও পড়ুন ভুলেও দুবার ভাত গরম করবেন না! হতে পারে বিষক্রিয়া

সেগুলো আপাতত বাতিল করা হয়েছে। পার্টি সূত্রে জানা যায় যে রবিবার মুখ্যমন্ত্রীর জ্বর ও কাশির সঙ্গে গলায় ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসকরা সেল্ফ আইসোলেশন এ যাবার পরামর্শ দেন এবং কোভিড টেস্ট করতে বলেন। প্রসঙ্গত, অরবিন্দ একজন ডায়াবেটিক রোগী। গতকাল ক্যাবিনেট মিটিং করার পর তিনি আর কারোর সঙ্গে সাক্ষাৎ করেননি। বর্ষীয়ান আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং খবরের সত্যতা স্বীকার করে টুইট করে লেখেন,”আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি”।

You may also like

Leave a Reply!