Home বঙ্গ অর্থাভাবে কাজ বন্ধ হওয়ার পথে জনসেবী ক্লাবের পাশে এবার দেব

অর্থাভাবে কাজ বন্ধ হওয়ার পথে জনসেবী ক্লাবের পাশে এবার দেব

by banganews

আবারও দেব। আবারও সেই উদার ত্রাণ। করোনা সংকটের সময় তাঁর নিজের এলাকা ঘাটালের পাশে সবরকমভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন সাংসদ দেব। দেবের রাজনৈতিক দর্শনের প্রশংসা করছে সব বিরোধী দলই। করোনা সংকটের শুরুতেই দেব বলে এসেছেন ‘এখন রাজনীতি করবার সময় নয়,মানুষের পাশে দাঁড়ানোর সময়’। এই ভাবনা নিয়েই এবার ঘাটালের দাসপুরের এক স্থানীয় ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

আরো পড়ুন – করোনা আক্রান্ত ক্রিকেটার শাহিদ আফ্রিদি

এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের দুবেলা খাবার যোগাচ্ছিল রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাব। কিন্তু অর্থাভাব বাড়ছিল ক্রমশ। এই খবর দেবের কানে পৌঁছানো মাত্র তিনি সাহায্যের আশ্বাস দেন। এবং সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যাতেই ক্লাবে পৌঁছে যায় এক কুইন্ট্যাল চাল, ৫০ কেজি আলু, ১০ কেজি ডাল সহ অনান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ভবিষ্যতেও সবরকমভাবে ক্লাবের এই উদ্যোগের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সাংসদ দেব।

আরো পড়ুন – ‘করোনা ঠেকানো’র ওষুধ আর্সেনিকামের জন্য হাতাহাতি দোকান বন্ধ করার হুমকি পুলিশের

দেবের কাছ থেকে সরাসরি সাহায্য পেয়ে আপ্লুত ক্লাবকর্তারা। স্থানীয় সংবাদ মাধ্যমকে ক্লাবের কার্যকরী সভাপতি রাজ কুমার আলু বলেন, ‘উনি যে আমাদের কথায় আমল দিলেন,এতেই আমরা খুশি’।

You may also like

Leave a Reply!